হরতাল-অবরোধে ব্যর্থ বিএনপি এবার নামছে ‘উদ্বুদ্ধকরণ’ কর্মসূচিতে

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

রিজভীর দাবি, একদলীয় নির্বাচনের সুবিধার্থে ও ভোটারবিহীন নির্বাচন নিশ্চিত করতে ভয়-ভীতি সৃষ্টি করা হয়েছে

বাংলাদেশ টাইমস প্রতিবেদক

সরকার বিরোধী চলমান হরতাল-অবরোধে ব্যর্থতার পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটি বলছে, সরকারের “একতরফা” ভোট প্রত্যাখ্যানে জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, “বুধবার চলমান আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।”

এতে রিজভী দাবি করেন, “গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটটি মামলায় ২২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার ও ৭৯৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।”

তিনি দাবি করেন, “একদলীয় নির্বাচনের সুবিধার্থে ও ভোটারবিহীন নির্বাচন নিশ্চিত করতে ভয়-ভীতি সৃষ্টি করা হয়েছে। শেখ হাসিনা এ ব্যাপারে একেবারেই বেপরোয়া।”