ব্যারিস্টার কাজলের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে ঘিরে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনায় হওয়া মামলায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোরশেদ আলম এ আদেশ দেন।

 

১৪ মার্চ ব্যারিস্টার কাজলের পক্ষে আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী। সেই আবেদন শুনানির জন্য এই দিন ধার্য করেন আদালত।

 

গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। সেই রিমান্ড শেষে ১৪ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়। এরপর সেদিনই মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন তিনি।